শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, আজ তারাই লম্বা লম্বা কথা বলে : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং লম্বা লম্বা কথা বলে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী মওদুদীবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। 

আজ বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আসলে আপনাদের (জামায়াত) ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা (জামায়াত) কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরা একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। এই লোকদের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন। 

তিনি বলেন, এরা (জামায়াত) বাসায় বাসায় যাচ্ছেন। মা-বোনদের বাসায় একা পান, বাংলাদেশের মা-বোনেরা ধর্মের প্রতি অত্যন্ত দূর্বল। যখন আমরা বাসায় থেকে বের হই তখন দুই-তিনজন মহিলা গিয়ে বাসায় ঢুকে বলে পানি দেন একটু, পানি খাবো। এই কথা বলে বসেন। তারপরে বলে, জামায়াতকে ভোট দিলে এটা হবে, বেহেশতে যাবেন। না দিলে আপনারা ক্ষতি হবে। 

এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন আব্বাস। তিনি বলেন, আমাকে একটা ভোট দেবেন। যাতে আপনাদের পাশে থেকে আমি কাজ করতে পারি। অনেক লোক আসবেন, ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন-এমন কথাও বলবে, বলে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়