বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের ভাষণকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে 'এনআরবি কানেক্ট ডে' অনুষ্ঠানে ফখরুল বলেন, 'প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।'
তিনি আরও বলেন, 'গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন ছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই স্বপ্নের প্রতিধ্বনি পাওয়া গেছে প্রফেসর ইউনূসের কথায়।'
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি। লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেকোনো সংকটকালে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয়। জুলাই মাসে সেটি আবারও প্রমাণ হয়েছে।'
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন।
তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও আছেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।