শিরোনাম
◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা ◈ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান ◈ জেলেই বসে গরু চোরাচালান সিন্ডিকেট চালাচ্ছেন ‘ডাকাত’ শাহীন ◈ আবারও কি এক হচ্ছেন শাকিব-বুবলী? রোমান্টিক মুডে ধারা দিলেন দুই তারকা ◈ বেনাপোল কাস্টমস হাউস থেকে সরানো হলো  দেড় শতাধিক এনজিও কর্মীদের ◈ নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্বে নৈতিক গুণাবলীসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশনা প্রধান উপদেষ্টার ◈ কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না : হাসনাত আবদুল্লাহ ◈ ছাত্রদলের ৯ দফা ঘোষণা: গণঅভ্যুত্থানের লক্ষ্যপূরণে অঙ্গীকার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও)

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে শাহবাগে। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।

‘স্বৈরাচার নিপাত যাক’; খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ শাহবাগ মোড়ে এমন সব স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সকালেই শাহবাগের সমাবেশে এসেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। লক্ষ্মীপুর জেলা ছাত্রদল নেতা রিফাত বলেন, নেতাকর্মীদের চাঙা রাখতে আমরা বার বার স্লোগান দিচ্ছি। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে। তারা ২৪ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলনে যুক্ত ছিল।

কুষ্টিয়ায় থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে স্লোগান দিয়ে যাচ্ছি। স্লোগান একজন নেতা বা কর্মীর এনার্জি বাড়ায়। সমাবেশ শেষ পর্যন্ত স্লোগান চালিয়ে যাবো।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং স্বৈরাচারবিরোধী লড়াইয়ে ছাত্রসমাজের দৃপ্ত পদচারণার প্রতীক। স্লোগান ও একাত্মতার এই চিত্র সেই বার্তাই দিচ্ছে। আমরা ২৪ এর জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছি। সেই লড়াইয়ের বর্ষপূর্তি উদযাপনে আজ এখানে এসেছি।

এদিকে নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সন্ধ্যা ৬টার আগে সমাবেশ শেষ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়