মনিরুল ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হলে বিপাকে পড়বেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। আমেরিকার বাজারনির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এবার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ শঙ্কার কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ী এক লাখ টাকা ঘুষ দিতেন এখন তাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে। দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। তবে সেটি একদিনে সম্ভব নয়, এর জন্য সময় দরকার। সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে।’
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে নির্বাচন চায়।’ কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘সাধারণ মানুষ পিআর কী, তা জানে না। এদেশের মানুষ চায় তাদের একজন নেতা হবে, যাকে কাছে পাবে। পিআর পদ্ধতিতে সেটা কোনোভাবেই সম্ভব নয়।’