শিরোনাম
◈ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ◈ শেরপুরে কলেজ ছাত্রকে ক্ষুরাঘাতের জেরে দুপক্ষের সংঘর্ষ, আটক ১৮ ◈ চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার ◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকা ধানমন্ডি, টিএসসি, কারওয়ান বাজার, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এর আগে, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কাকরাইল, শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে গেলে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন মিছিলকারীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’

তাঁরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-গুম, চাঁদাবাজি ও গায়েবি মামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়