শিরোনাম
◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ১২:৪০ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ জনের স্ক্রিনশট ‘ফাঁস’ করে যা বললেন নিলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশের পর থেকে অনেকে নিলা ইসলাফিলকে ‘আওয়ামী এজেন্ট’ বলে কটাক্ষ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিলা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিলা লেখেন, “যারা মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি, তাদের উদ্দেশে বলছি—আমি নিলা ইসরাফিল, একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা আর কালোকে কালো বলা আমার অভ্যাস। একজন সচেতন নাগরিক হিসেবে এটিকে আমি আমার দায়িত্ব বলে মনে করি। সুতরাং অহেতুক আমাকে কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।”

এরপর আরেকটি পোস্টে তিনি কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে।

এসব স্ক্রিনশট শেয়ার করে নিলা লেখেন, “এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে ‘তুই একা না, লক্ষ্য তুই’—এমন মানসিকতা এখনো বিদ্যমান। যদি এই মানসিকতার উচ্ছেদ চান, তাহলে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে।”

নিলার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার সাহসের প্রশংসা করছেন, কেউবা আবার সমালোচনায় সরব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়