শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:১২ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুকে আইডি ও পেজ!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি, পেজ ও গ্রুপ তৈরি করা হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পোস্ট, রিলস ও ভিডিও শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—যা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, জাইমা রহমান বর্তমানে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে তার নামে ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কোনো আইডি বা পেজ নেই।

দলের পক্ষ থেকে জানানো হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত রাজনৈতিক বিষয়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও বিভ্রান্তিকর কনটেন্ট পোস্ট করা হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে ‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’, ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’ প্রভৃতি নামে একাধিক পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে। এসব প্ল্যাটফর্মে রাজনৈতিক মন্তব্য থেকে শুরু করে নানা ধরনের আপডেট শেয়ার করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরাও সক্রিয়ভাবে মত দিচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, 'জাইমা রহমানের নামে যেসব ফেসবুক আইডি ও পেজ চালু রয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো তৈরি করা হয়েছে বিভ্রান্তি ছড়ানোর জন্য।'

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ চালানো এখন ক্রমবর্ধমান সমস্যা। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে জনমত প্রভাবিত করা, গুজব ছড়ানো এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি তৈরি করা হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়