শিরোনাম
◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও)

নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।

আবদুল হান্নান মাসউদ এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে তার পথসভায় হামলার ঘটনা  ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে বাংলামোটরে ফিরে আসেন।

বিক্ষোভকারীরা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর দায় দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মাসউদের পথসভায় হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জানা গেছে, সোমবার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন আবদুল হান্নান মাসউদ। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পথসভায় বাধা দেয় ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান নেন।

এদিকে পথসভায় বাধা ও হামলার ২ ঘণ্টার মাথায় অবস্থান কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় দফার হামলায় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে আব্দুল হান্নান মাসউদসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়