শিরোনাম
◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এই দেশটা আমার বাপের শুধু নয়, সবার বাপের দেশ : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম  : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই দেশটা আমার বাপের শুধু নয়, আমাদের সবার বাপের দেশ।

তিনি বলেন, দাদার দেশ বলেই বাংলাদেশ আমার পিতার দেশ৷  পিতার দেশ বলেই এটা আমার দেশ।আমার দেশ বলে এটা আমার ছেলে- নাতির দেশ।

সোমবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধ করেছি। দেশকে স্বাধীন করেছি। আজ কোন কিছু বললেই দেশে ও দেশের বাইরে কেউ কেউ নানাভাবে সমালোচনা করে।এরা বিএনপির মহাসচিব ও আমার নামে নানা কুৎসা রটাচ্ছে। আমাদের নোংরা ভাষায় গালিগালাজ করছে। এটা আমার  বাপের দেশ কিনা তা নিয়েও প্রশ্ন তুলছে। 

তিনি বলেন, আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে এসব বক্তব্যের ব্যাপারে জবাব দেওয়া প্রয়োজন।

তিনি কারও নাম না উল্লেখ করে দেশটা কারও বাপের না বক্তব্যের জবাব দেন। বলেন, আমি কোন বক্তব্য দিকেই না পরিবর্তন করে উল্টে বক্তব্য প্রচার করে। 

তিনি বলেন, ৫ তারিখের আগের যে পরিস্থিতি ছিলো সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে এই দেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে-বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত দুইদিনের ঘটনা যদি আমরা দেখি বহু কিছু বেরিয়ে আসবে। বিষয়টা এতো সহজ না।

মির্জা আব্বাস বলপন, আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন। মনে হয়,নির্বাচনের কথা আমি বলেছিলাম… আমরা কথা বলার ৭দিন পরে গতকাল পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কমবেশি দ্বিমত পোষণ করেছে। আমি মুখে বলেছিলাম, আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষিতে আমার জ্ঞাতি-গোষ্ঠি তুলে গালি-গালাজ করেছে।অবাস্তব কিছু একটা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়