শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত বাতিল চায় বামজোট

মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদসহ অন্য শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়।

জোটের পক্ষ থেকে বলা হয়, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে উম্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে লাখো জনতার মিছিলে গুলিবর্ষণের মূল ইন্ধনদাতা ছিলেন তৎকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা অবৈধ এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমান। সেদিন গুলিতে তিনজন শহিদ হন এবং দুই শতাধিক স্থানীয় জনগণ আহত ও পঙ্গুত্ববরণ করেন। গণহত্যাকারী এবং ভূঁইফোড় কোম্পানি এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়ার জন্য নির্বাচন পদকের মর্যাদাকেই ক্ষুণ্ন করবে।

আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে তার সঙ্গে গণহত্যার ইন্ধনদাতা কাউকে একুশে পদকের জন্য মনোনয়ন সাংঘর্ষিক। তাই নেতারা অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।

বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীর নাম উল্লেখ করা হয়। সূত্র : ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়