শিরোনাম
◈ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার ◈ জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আজ বন্ধ হচ্ছে ◈ ভারতে আত্মগোপনে বাহাউদ্দিন নাছিম: কলকাতায় বিলাসবহুল জীবন, পাচার করা অর্থে ব্যবসায় বিনিয়োগ ◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও) ◈ এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার আগে ছাত্রলীগের হুমকি, বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ◈ আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ ◈ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে!

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের টুইট ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: প্রতিবাদ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের


ডেস্ক রিপোর্ট : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা।  সম্প্রতি ট্রাম্প তার এক টুইট বার্তায় দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর নির্যাতন হচ্ছে। এলবার্ট পি কস্টা এ মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি জানান, এটি মার্কিন নির্বাচনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে এবং এর পেছনে পতিত সরকারের এজেন্টদের হাত থাকতে পারে।

কস্টা আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে খ্রিস্টানদের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। দু'টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে। একজন সাবেক বিশ্ব নেতার এ ধরনের মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

তিনি বলেন, খ্রিস্টানদের উপর সাবেক সরকারের লোকজন হামলা করে বর্তমান সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আশা করে, ট্রাম্প ভবিষ্যতে এ ধরনের মিথ্যা টুইট থেকে বিরত থাকবেন এবং তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়