শিরোনাম
◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৪, ০১:০৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজের বিভিন্ন হল থেকে দেশীয় অস্ত্র, হকিস্টিক, লাঠিসোঁটা এবং হেলমেট উদ্ধার

রাশিদ রিয়াজঃ শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ অভিযান শুরু হয়। ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে অভিযান চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকিস্টিক, লাঠিসোঁটা এবং হেলমেট উদ্ধার করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ অভিযানে ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোতো বেশি গুরুত্ব দেওয়া হয়। তালা ভেঙে বিভিন্ন কক্ষে ঢুকে তল্লাশি করে শিক্ষার্থীরা। এ সময় খাটের নিচ থেকে বেরিয়ে আসে রামদা, লোহার রড, পাইপ, হকস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম। ঢাকা কলেজের মোট হলের সংখ্যা ৮টি। প্রতিটি হলেই পাওয়া যায় দেশীয় অস্ত্র। কোটা সংস্কার আন্দোলন দমনেও এসব ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শিক্ষাথীরা প্রথমে নর্থ হলে অভিযান চালান। হলের প্রায় প্রতিটি ফ্লোরের প্রতিটি কক্ষ তল্লাশি করেন। প্রায় প্রতিটি কক্ষেই পাওয়া যায় একই রকম সরঞ্জাম। এরপর অভিযান চলানো হয় সাউথ হলে। সেখানেও একই রকম চিত্র দেখা যায়। ধারালো অস্ত্রের পাশাপাশি পাওয়া যায় মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এবং মাদক। অস্ত্র উদ্ধারের পর সব একসঙ্গে রাখা হয় নর্থ হলের সামনে।

শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলে পরে ছাত্র-জনতার ওপর। তাদের অভিযোগ, শিক্ষকদের যোগসাজশে সেসব অস্ত্র সরিয়ে নেওয়া হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়