শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সারজিসের বিশাল গাড়িবহর নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

সম্প্রতি পঞ্চগড়ে সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। এবার সেই আলোচনার অংশ নিলেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। 

বুধবার (২৬ মার্চ) নিজের ফেসবুক থেকে দেয়া এক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য বলেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে, আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৯৫% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি, তাহলে আমি সেই ৫% এর প্রতিনিধি। আমি সেই ৫% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করবো? তাদের স্বার্থের রাজনীতি করবো, তার বাইরে না। হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করবো।

পিনাকী বলেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমুলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি। লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিলো এক রিকশাওয়ালা। রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়েছিলো সেই ছবি দেখে।

তিনি আরও বলেন, আমি সারজিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শো-ডাউন করতাম। উনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিকশায় দাড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা কী কাব্যিক মহাপ্রবেশ হতো সারজিসের রাজনীতিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়