মনিরুল ইসলাম: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে এবং সরকার পরিচালনায় আস্থা রাখতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর অবদান নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংগঠিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্পষ্ট কমান্ড কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করা জরুরি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি— এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা হবে ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা, আন্তর্জাতিক আস্থার প্রতিফলন এবং গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসবমুখর পরিবেশের দৃষ্টান্ত।”
বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি গুজবের প্রতি গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।