আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, কোন ব্যক্তি বা রাজনৈতিক দল না’ মন্তব্য করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ফ্রি ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র তার সমর্থন দেবে।
সোমবার (০১ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রেসি অ্যান জেকবসন জানান, যুক্তরাষ্ট্র কোনো দলের প্রতি পক্ষপাতি না। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আছে।
এ সময় তিনি বলেন, আসন্ন ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র তার সমর্থন দেবে।
ট্রেসি অ্যান জেকবসন আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের জনগণ একটি সরকার পাবে যেটি পিসফুল ও নিরাপত্তার সঙ্গে হবে।