শিরোনাম
◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি প্লাবিত অঞ্চলের মানুষজনের ◈ ও‌য়েস্ট ইন্ডিজকে হারিয়ে  সিরিজ জিত‌লো পা‌কিস্তান ◈ বিমান বাহিনীতে 'র' নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: আইএসপিআর ◈ বিচারহীনতার দায়ে বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনাপ্রবাহ চাপা দিতে ৪ খুন ◈ ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ ◈ শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দেশে অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল ◈ হার্টের রিংয়ের দাম কমল, সর্বনিম্ন ৫০ হাজার, সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ ◈ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা  ◈ ঐতিহাসিক '‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসছে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ টিম : ইসি সচিব

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অগ্রবর্তী নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনপূর্ববর্তী পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ব্রিফিংয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির সবশেষ প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন সচিব। এ সময় তিনি জানান, পর্যবেক্ষণে সাতজনের একটি টিম আসার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছে।

ইসি সচিব আরও বলেন, ‘ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।’

সচিব জানান, প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তাঁরা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতিতে কী রয়েছে, তা দেখার জন্য আসবেন।

আগামী কয়েক দিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ইসির সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়