শিরোনাম
◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি প্লাবিত অঞ্চলের মানুষজনের ◈ ও‌য়েস্ট ইন্ডিজকে হারিয়ে  সিরিজ জিত‌লো পা‌কিস্তান ◈ বিমান বাহিনীতে 'র' নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: আইএসপিআর ◈ বিচারহীনতার দায়ে বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনাপ্রবাহ চাপা দিতে ৪ খুন ◈ ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ ◈ শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দেশে অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল ◈ হার্টের রিংয়ের দাম কমল, সর্বনিম্ন ৫০ হাজার, সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ ◈ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা  ◈ ঐতিহাসিক '‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের চিহ্নিতকরণে ৯০ হাজার চাকরিপ্রাপ্তের তথ্য যাচাই করছে সরকার: ফারুক-ই-আজম

মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়া ৯০ হাজার ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার (৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহের পর তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।
 
 ফারুক-ই-আজম বলেন, বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে নানা সুবিধা নিয়েছেন। বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আদালত এসব নির্দেশনা জারি করেন।
 
তবে অন্তর্বর্তীকালীন সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাওয়ার কথা জানান ফারুক-ই-আজম।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা যাবে না। জেলে গেলেও মুক্তিযোদ্ধাদের জন্য ডিভিশন ব্যবস্থা রাখতে হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়