শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

মনিরুল ইসলাম: বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা থাকার কারণে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন করার বিষয়টি প্রচলিত ছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার সেই নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 

প্রেস উইং জানায়, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধন করতে একটি নির্দেশনা জারি করা হয়। এই অনুশীলনটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিল, যারা ‘স্যার’ নামে পরিচিত ছিলেন এবং এখনও আছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্দেশনাটি বাতিল করেছে।

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদ মন্ত্রিপরিষদের জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশাবলি পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। প্রোটোকল নির্দেশনা ও সম্মাননা পর্যালোচনা এবং উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য এক মাসের মধ্যে যথাযথ সংশোধনের সুপারিশ প্রদানের জন্য জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়