শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজা চার্লসের সঙ্গে ড. ইউনূসের ওয়ান-টু-ওয়ান বৈঠক

মনিরুল ইসলাম: আজ বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে রাজা চার্লস ড. ইউনূসের আজীবন শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক সম্প্রীতির প্রচেষ্টার প্রশংসা করেন এবং তার কাজের গুরুত্ব স্বীকার করেন বলে জানা যায়। 

এই বৈঠকের সিডিউল প্রধান উপদেষ্টার প্রেস উইং  থেকে জানানো হয়।

রাজপরিবারের নিয়ম অনুযায়ী, রাজা চার্লসের সঙ্গে এই ধরনের ‘অডিয়েন্স’ বা ব্যক্তিগত সাক্ষাৎ বিশেষ মর্যাদার বহিঃপ্রকাশ, যেখানে রাজা নিজে কোনো ব্যক্তির অবদানকে সম্মান জানান এবং তার কাজ সম্পর্কে আরও জানতে চান। ড. ইউনূসের সঙ্গে এই বৈঠক ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে, যা দুপুর ১টা ৩০ থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক, বৈশ্বিক শান্তি, পরিবেশ ও টেকসই উন্নয়ন, মানবিক সম্প্রীতি এবং সাম্প্রতিক আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। রাজা চার্লস তার “We should work with nature, not against it”—এই দর্শনের কথা তুলে ধরেন এবং ড. ইউনূসের সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের মডেলকে প্রশংসা করেন।

এ ধরনের একান্ত বৈঠক শুধু বিশেষ সম্মানিত অতিথিদের জন্যই সংরক্ষিত থাকে এবং এটি ড. ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা ও অবদানের প্রতি ব্রিটিশ রাজপরিবারের স্বীকৃতির বহিঃপ্রকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়