শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলায় আসতে পেরেছি: ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেছেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, এবং আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে আমাদের দু’দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকালে  সাড়ে ১১টার দিকে বগুড়া চেম্বার অফ কমার্স মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলা বগুড়ায় আসতে পেরেছি। এটি একটি চমৎকার জায়গা, এবং এখানকার মানুষের আতিথেয়তা আমাকে হৃদয় থেকে স্পর্শ করেছে।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, চেম্বারের পরিচালক হাসান আলী আলালসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে ইরানের রাষ্ট্রদূত বগুড়া এসে সরকারি বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন।

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে রাষ্ট্রদূত সফরের আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়