শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

ধানমন্ডির শংকর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় ফুটপাথের দোকান ভাঙ্গায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হন মহিউদ্দিন নামের এক তরুণ। বুধবার (১২ মার্চ) সকালের দিকে এমন ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চাওয়া ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুটপাথের দোকান ভাঙার সময় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ায় তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে মুচলেকার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির শংকর এলাকায় ফুটপাথের দোকান উচ্ছেদের কারণে ছেলেটি ম্যাজিস্ট্রেটকে এসে বলতে থাকে কার এত বড় সাহস আমার দোকান ভাঙার? কে ভেঙেছে? এ সময় তাকে আক্রমণাত্মক আচরণ করতেও দেখা যায়।  

ওইসময় বারবার পুলিশ তাকে চলে যেতে বলে। কিন্তু সে বারবার প্রশ্ন করতে থাকে ম্যাজিস্ট্রেটকে আমার দোকান কে ভেঙেছে? ম্যাজিস্ট্রেটকে তখন বলতে শোনা যায় আমি ভেঙেছি। তখন সে ক্ষেপে গিয়ে বলে কেন ভেঙেছেন? সে সময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়