শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, গ্ৰেফতার ১ 

মাসুদ আলম: রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য মোঃ আসিফ সিকদার (২৫) কে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। 

সোমবার মিরপুর মডেল থানার শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার  রাতে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে ২০/২৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ মিরপুরের স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। চাঁদাবাজ গ্রুপটি মিরপুর স্বাধীন মার্কেট থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা মার্কেটে ভাঙচুর করে। এ সংক্রান্তে স্বাধীন মার্কেটের ম্যানেজার তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, স্বাধীন মার্কেটে হামলার ঘটনায় মামলার পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার  মিরপুরের শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসিফ সিকদারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আসিফ সিকদার ও তার পলাতক সহযোগীরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ মিরপুর এলাকায় কথিত শাহাদাত বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃত আসিফ সিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়