শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের চেষ্টায় ভাগ্য খুলল রুবেলের: আবুধাবিতে জিতলেন মাসেরাতি গাড়ি, যার মূল্য চোখ ধাঁধানো

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ভাগ্য খুলে গেছে এক বাংলাদেশি প্রবাসীর। আবুধাবিতে দুই দশক ধরে কর্মজীবন গড়ে তোলা ৩৫ বছর বয়সী মোহাম্মদ রুবেল জিতে নিয়েছেন বিগ টিকিটের জনপ্রিয় ‘ড্রিম কার’—বিলাসবহুল মাসেরাতি গ্রেকালে।

গাড়িটির বাজারমূল্য আমিরাতে প্রায় ৩ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ৭৯ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক দেড় কোটি টাকারও বেশি।

গালফ নিউজ জানায়, বিগ টিকিটের ড্র সিরিজ–২৮১–এ আসে রুবেলের নাম। গত ১২ বছর ধরে তিনি তার আরও ১২ জন বন্ধুকে নিয়ে যৌথভাবে টিকিট কিনে আসছিলেন। দীর্ঘ অপেক্ষার পর এবারই প্রথম তাদের ভাগ্য খুলে গেল।

অপ্রত্যাশিতভাবে বড় ভাইয়ের ফোনে প্রথম খবরটি পান রুবেল। দুই দিন আগেই দেশে গিয়ে ফিরে আসা রুবেল প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে চারদিক থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করলে নিশ্চিত হন—হ্যাঁ, তিনি সত্যিই মাসেরাতির মালিক হয়েছেন।

আবেগঘন কণ্ঠে রুবেল বলেন, ১২ বছর ধরে চেষ্টা করেছি। অবশেষে এমন একটি পুরস্কার পেয়েছি, ভাষায় বোঝানো সম্ভব না।

তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি রাখবেন না তিনি। বরং জানালেন, গাড়িটি বিক্রি করে টাকা ১৩ সদস্য—অর্থাৎ তাদের পুরো গ্রুপের মাঝে সমানভাবে ভাগ করে দেবেন।

রুবেল বলেন, আমরা সবাই মিলে টিকিট কিনি, তাই আনন্দটাও সবাই ভাগাভাগি করব। গাড়িটা বিক্রি করে সবার অংশ দিয়ে দেব।

এত বড় পুরস্কার জেতার পর বিগ টিকিটের প্রতি তার বিশ্বাস আরও বেড়েছে। তিনি বলেন, একটি সিদ্ধান্তও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আমি ভবিষ্যতেও বিগ টিকিট কিনে যেতে চাই এবং অন্যদেরও উৎসাহ দিই।

বিগ টিকিটের লটারি অনলাইনে বা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইনের বিমানবন্দরের কাউন্টার থেকে কেনা যায়।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়