শিরোনাম
◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকিতে ১০ মাসে ৩৪ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

সূত্র জানায়, নির্বাসনের আওতায় শুধু বসবাসের আইনি শর্ত লঙ্ঘনকারীরাই নন, বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, আইনশৃঙ্খলা বিঘ্নকারী আচরণ, নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধিবহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও ছিলেন।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রের আইন অমান্য করা কিংবা দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও জনস্বার্থকে ঝুঁকিতে ফেলা কোনো আচরণ সহ্য করা হবে না।

নিরাপত্তা সূত্রের বক্তব্য অনুযায়ী, নির্বাসনের এই পদক্ষেপ কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং দেশের সামগ্রিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
 
প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। কর্মস্থল, বাসা–বাড়ি ও বাণিজ্যিক এলাকায় অভিযানের সময় কোনো ছাড় দেয়া হচ্ছে না। আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

কুয়েতের প্রশাসন জোর দিয়ে বলছে, কুয়েত একটি শান্তিপ্রিয় ও স্থিতিশীল দেশ এবং এই স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এটি সরকারের দীর্ঘদিনের কঠোর আইন বাস্তবায়ন নীতিরই ধারাবাহিকতা।
 
দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আইন মেনে চলা, ভিসার শর্ত পূরণ, এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে কুয়েত প্রশাসন।

সূত্র: সময় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়