‘আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা দেয়া হবে। এবিষয়ে কোনো সন্দেহ রাখার সুযোগ নেই। বরং তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সচেতনতার সাথে দেখা হবে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে মানবজমিনের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, এটি একবারেই স্পষ্ট যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের নানান বিষয়ে নিয়ে আলোচনা করেন তিনি। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশি দূতাবাসগুলোতে জুলাইকে গ্লোবালাইজেশন করা তোলার জন্য একটি ডকুমেন্টারি, পাবলিকেশন ও ওয়েবসাইট করা হচ্ছে যেখানে বিভিন্ন ভাষায় জুলাইয়ের অভিজ্ঞতা তুলে ধরা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।
উপদেষ্টাদের সম্পদের বিবরণ প্রকাশ সম্পর্কে তিনি বলেন- ‘আমার মনে হয় যে, সবার সম্পদ বিবরণী দেয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। তবে প্রধান উপদেষ্টা যদি বলেন তাহলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে’।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ার পর থেকে কোনো সাংবাদিক সম্মেলনে ডাকেননি কেন বা নির্বাচনের আগে কোনো সংবাদ সম্মেলন ডাকবেন কি-না এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, এটি প্রধান উপদেষ্টার প্রেসউইং বলতে পারবে। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
এর আগে লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইউনিভার্সিটি অব লন্ডন -এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) আয়োজিত ‘কনভার্সেশন উইথ মাহফুজ আলম’ সেমিনার অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস ) আয়োজিত একটি সেমিনার শেষে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার পথে পূর্বে থেকে অবস্থান নিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপদেষ্টার গাড়ি রোধ করে হামলার চেষ্টা করে ও গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়। সূত্র: মানবজমিন