শিরোনাম
◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সংবাদ প্রকাশে অহিংস দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দেয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক : অস্থিতিশীল বিশ্বকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল করার প্রত্যয়ে অহিংস দৃষ্টিভঙ্গি (নন ভায়োলেন্স এ্যাপ্রোচ) নিয়ে সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জার সহ-পরিচালক পিয়া ফিগুয়েরা। তিনি বলেন, কখনও কখনও নেতিবাচক রিপোর্টিং সমাজে সহিংসতাকে ব্যাপকভাবে উসকে দেয়। যা সুস্থধারার সাংবাদিকতার ক্ষেত্রে কখনো কাম্য নয়। তাই রিপোর্টিংয়ের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গি রাখার বিষয়টি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। 

শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যৌথ উদ্যোগে ‘রিপোর্টিং অন নন ভায়োলেন্স ‘শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালী এসব কথা বলেন তিনি। ভার্চুয়াল এই কর্মশালাটি চিলি, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়। এতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

পিয়া ফিগুয়েরা বলেন, এই ধরণের কর্মশালা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকতার সুস্থ বিকাশের ক্ষেত্রে আমরা আয়োজন করে থাকি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সাংবাদিকদের জন্য এমন একটি কর্মশালার আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানাই।

কর্মশালার শুরুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যখন সহিংসতার কারণে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময়ে নন ভায়োলেন্স এ্যাপ্রোচ নিয়ে আন্তর্জাতিক কর্মশালা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য এই ধরণের কর্মশালা খুবই ফলপ্রসূ হবে। আগামী দিনেও প্রেসেঞ্জা’র সঙ্গে এমন ভালো ভালো উদ্যোগে রিপোর্টার্স ইউনিটি যুক্ত থাকবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তার বক্তব্যে আন্তর্জাতিক প্রেস এজেন্সি প্রেসেঞ্জা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরণের স্পর্শকাতর বিষয়ের উপর আরো কর্মশালা আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে যুক্ত করার অনুরোধ জানান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ডেভিড এন্ডারসন, আর্জেন্টিনার বুয়েন্স আইরেস থেকে জাভিয়ার টোলকাচার ও ভ্যালেরিও মারিনাই, যুক্তরাজ্য থেকে এন্টোনিও কারভালো, ইতালি থেকে ডেভিড টরমেন প্রমুখ। এছাড়া উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, প্রেসেঞ্জা’র ঢাকা প্রতিনিধি শামসুল হক বসুনিয়া, আইয়ুব আনসারী, শেখ আরীফ ও সাব্রিনা খান প্রমুখ।

কর্মশালাটি স্প্যানিস এবং ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হলেও এতে বাংলায় অনুবাদক হিসেবে যুক্ত ছিলেন ফারজানা আলম, শারমিন রহমান সুমি ও সুমাইয়া জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়