শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৫০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়ূখ রঞ্জনকে ব্যঙ্গ করে বললেন গণ অধিকারের তারেক রহমান

‘আমরা এসব মিথ্যা খবর ও আপনাকে কমেডি মনে করি’ (ভিডিও)

ময়ূখ রঞ্জনকে ব্যঙ্গ করে বললেন গণ অধিকারের তারেক রহমান

সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার আলোচিত-সমালোচিত সাংবাদিক সংবাদকর্মী ময়ূখ রঞ্জন ঘোষের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মো: তারেক রহমান ব্যঙ্গ করে বলেন, "আপনার ভয়েই এখন আমি কাপছি।"

এদিকে, তারেক রহমান ভারতের গণমাধ্যমে যে প্রচারণা চলছে তা নিয়ে নিজের মতামত প্রকাশ করে জানান, "এটা আমাদের জাতীয় সত্তার ও দেশের জন্য বির্বতকর। আমরা এসব মিথ্যা খবর ও সংবাদ এবং আপনাকে কমেডি মনে করি।"

ভারতীয় সংবাদকর্মী ময়ূখ ঘোষ প্রশ্ন করেছিলেন, "আপনারা আরাকান আর্মীদের সাথে যুদ্ধ করছেন না কেন, আমরা তো শুনছি তারা বাংলাদেশে ঢুকে পড়েছে?" এ প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, "আরাকান আর্মীদের আমরা আমাদের শত্রু মনে করছি না। তারা বাংলাদেশে ঢুকেনি, বরং ভারতীয় গণমাধ্যমে ঢুকে গিয়েছে, আর সেজন্য তারা এমন অপপ্রচার চালাচ্ছে।"

তারেক রহমান আরো বলেন, "ভারতীয় আর্মীরা সীমান্তে রয়েছে, সৈন্য প্রস্তুত, মিসাইল প্রস্তুত, কিন্তু কোথায় তারা আসলে? এখন কথা হচ্ছে, পাশের দেশে বোমা ফাটালে বাংলাদেশে তার শব্দ আসবে, কিন্তু এটা মানে তো নয় যে বাংলাদেশে বোমা ফাটছে।" 

তিনি সতর্ক করে বলেন, "যদি আমাদের দেশের ভেতরে প্রবেশ করা হয় বা আঘাত হানে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। আমাদের দেশের ব্যাপারে এই ধরনের মিথ্যা প্রচার আমরা একেবারেই সহ্য করবো না।"

শেষে ময়ূখ ঘোষ তারেক রহমানকে প্রশ্ন করেন, "ভয়ে আবার আপনি কাপছেন না তো?" তারেক রহমান এ প্রশ্নের জবাবে হেসে বলেন, "আপনার ভয়েই এখন আমি কাপছি।" সূত্র : জনকন্ঠ এবং আর বাংলা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়