শিরোনাম
◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় প্রেসক্লাবে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার দাবিতে মানববন্ধন

মনিরুল ইসলাম  : জাতীয় প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে, পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে  বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ।

আজ রোববার (১১আগস্ট) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ডিআরইউ'র সাবেক প্রশিক্ষন ও গবেষণা সম্পাদক  মশিউর রহমান। 

সংগঠনের সমন্বয়ক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর পরিচালনায় আরও  বক্তব্য দেন সমন্বয়ক ও ডিআরইউ এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক প্রশিক্ষন ও গবেষণা সম্পাদক  মহসিন হোসেন, সাবেক ইসি সদস্য রাশেদুল হক, সাবেক অর্থ সম্পাদক মানিক মুনতাসীর, ডিইজের সাবেক অর্থ সম্পাদক গাজী আনোয়ার হোসেন, সিএমজেএফ এর সভাপতি গোলাম সামদানি প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর এই প্রেসক্লাবকে সরকারি দলের আখড়া বানিয়ে অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়া হলেও পেশাদার সাংবাদিকরা ছিলেন বঞ্চিত। প্রেসক্লাবকে আওয়ামী লীগের অংগ সংগঠন বানিয়ে বিএনপি বিটের সাংবাদিকদের কালো তালিকাভুক্ত করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না। 

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দালাল সাংবাদিক যারা প্রেসক্লাবের সদস্য তাদের সদস্যপদ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

অবিলম্বে দাবি পূরণ না হলে শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়ারও হুশিয়ারী দেন তারা। মানববন্ধনে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়