শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতটি মারাত্মক পাপ, যা মুমিনদের সতর্কতার সঙ্গে এড়িয়ে চলা উচিত

মানুষের নৈতিক অবক্ষয় সাধারণত হঠাৎ ঘটে না; তা ধীরে ধীরে সমাজের ভেতরে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত মানবিকতা, ন্যায়বোধ ও ঈমানের মূলকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। তাই ইসলাম শুধু নেককাজের দিকে আহ্বান করেই থেমে যায়নি; বরং এমন কিছু গুরুতর অপরাধও চিহ্নিত করে দিয়েছে, যেগুলোর উপস্থিতি ব্যক্তি ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মহানবী (সা.) এ ধরনের অপরাধকে বলেছেন “মুহলিকাত” বা ধ্বংসকারী কাজ, যেগুলো একজন মানুষের ঈমান, নীতি, পরিবার, অর্থনীতি এবং সামাজিক শান্তিকে বিপর্যস্ত করে দেয়। নিচে বর্ণিত হাদিসে সাতটি এমন গুরুতর অপরাধ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে-

عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ اجْتَنِبُوْا السَّبْعَ الْمُوْبِقَاتِ قَالُوْا يَا رَسُوْلَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِيْ حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيْمِ وَالتَّوَلِّيْ يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

আবূ হুরাইরাহ্ (রা) সুত্রে মহানবী (সা.) হতে বর্ণিত তিনি বলেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে।

সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসুল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে শরীক করা (২) যাদু (৩) আল্লাহ্ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাবা সতী-সাধ্বী মু’মিনাদের অপবাদ দেয়া। (বুখারি, হাদিস : ২৭৬৬)
সাতটি ধ্বংসকারী কাজের সংক্ষিপ্ত বিবরণ

আল্লাহর সাথে অংশীদার স্থাপন (শিরক):  মহান আল্লাহর একত্ব অস্বীকার করে তাঁর সাথে অন্য কাউকে উপাসনা বা ক্ষমতার অংশীদার বানানো।

যাদু (সিহর): মানুষের ক্ষতি, বিভ্রান্তি বা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে শয়তানি কৌশল ও নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার।

নিরপরাধ মানুষ হত্যা: শরিয়তসম্মত কারণ ছাড়া কারো জীবন হরণ করা; যা মানবতার চরম লঙ্ঘন।

সুদ খাওয়া: অন্যের প্রয়োজনকে পুঁজি করে অন্যায় আর্থিক লাভ গ্রহণ করা; যা সমাজে বৈষম্য ও শোষণ বাড়ায়।

ইয়াতীমের মাল আত্মসাৎ : অসহায় অনাথের সম্পদ অন্যায় উপায় বা মাধ্যমে নিজ স্বার্থে ব্যবহার করা।

যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন : ন্যায়ের পক্ষে যুদ্ধে দায়িত্ব ও কর্তব্য থেকে পালিয়ে যাওয়া; যা জাতি ও মুসলিম বাহিনীকে দুর্বল করে।

সতী-সাধ্বী মুমিন নারীদের অপবাদ : পবিত্র নারীদের চরিত্রহীনতার অভিযোগ তোলা; যা মারাত্মক সামাজিক ও নৈতিক অপরাধ।

মহান আল্লাহ আমাদের সকলকে এসব ধ্বংসাত্মক পাপা থেকে বিরত থাকার তওফিক দান করুন। 

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়