শিরোনাম
◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ঢাকায় হবে আজহারীর মাহফিল , চলছে প্রস্তুতি

জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী এবার রাজধানী ঢাকায় তাফসির মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী মাহফিল ময়দানে তিনি প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জানা যায়, এ মাহফিল ঘিরে বিশাল প্রস্তুতি ও আয়োজন করেছে আয়োজকরা। বারুয়াখালী মাহফিল ময়দানে অনুষ্ঠিতব্য ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর পাশাপাশি প্রধান অতিথি থাকবেন খন্দকার আবু আশফাক ও সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার।

 মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিশাল প্যান্ডেলের সামনে শ্রোতাদের জন্য বড় পরিসরে শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া, অজুখানা নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে, যাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সুবিধা পান।
 
 দেশে ফেরার পর এটি আজহারীর সপ্তম মাহফিল। গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মিজানুর রহমান আজহারীর প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তার আগমনের খবরে মানুষের ঢল নামে।
 
এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে মাহফিলে অংশ নেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী এবং চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেছেন তিনি। ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিতব্য মাহফিলটি তার দেশে ফেরার পর সপ্তম আয়োজন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়