শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার করল সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি কর্মকর্তাদের এমন দাবির পর উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ ‘ইচ্ছাকৃতভাবে সাজানো’ এবং ‘সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার নির্লজ্জ চেষ্টা’।

সোমবার হাদরামাউত প্রদেশে আরব আমিরাত ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এসব অভিযোগ ওঠে। পরিস্থিতির জেরে ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেয় আবুধাবি।

উপসাগরীয় অঞ্চলের দুই বৃহৎ অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়। তবে পরবর্তীতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিতে শুরু করে।

গত মাসে হাদরামাউত ও মাহরা প্রদেশে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা সৌদি বিমান হামলা ও মিত্র স্থলবাহিনী প্রতিহত করে। এতে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। 

সোমবার সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের আমন্ত্রণে উপস্থিত বিদেশি গণমাধ্যমকে, এএফপিসহ, হাদরামাউতের গভর্নর বলেন, ‘আমিরাতি বাহিনীর ব্যবহৃত বেশ কয়েকটি গোপন কারাগার’ আবিষ্কৃত হয়েছে।

জবাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব স্থাপনার কথা বলা হচ্ছে, সেগুলো আসলে সামরিক আবাসন, অপারেশন কক্ষ ও সুরক্ষিত আশ্রয়কেন্দ্র। এর কিছু অংশ ভূগর্ভে অবস্থিত।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

এদিকে সৌদি আরব বর্তমানে সরকার-নিয়ন্ত্রিত দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব জোরদারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলে জনবহুল বিস্তীর্ণ এলাকা এখনও হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়