শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ফিফা শান্তি পুরস্কার’ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত ছিলেন।

পুরস্কার ঘোষণা করে ফিফা জানায়, ফুটবল শান্তির প্রতীক—বিশ্বব্যাপী যারা ঐক্য ও সম্প্রীতি গঠনে ভূমিকা রাখেন, তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে একত্রে আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’

এই বছর থেকেই প্রতিবছর পুরস্কারটি দেওয়া হবে। তবে প্রথমবারের পুরস্কারটি দেওয়া হলো বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেই। ইনফান্তিনো আরও জানান, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন, ট্রাম্পের ভূমিকা নোবেল শান্তি পুরস্কারের পর্যায়ের।

ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক তুলে দেন এবং প্রদত্ত সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান। সার্টিফিকেটে উল্লেখ ছিল—বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

তবে এই পুরস্কারের মনোনয়ন, যাচাই–বাছাই বা নির্বাচনের মানদণ্ড প্রকাশ করেনি ফিফা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে ফিফাকে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়