শিরোনাম
◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড়, ধসে পড়েছে একাংশ ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের আকাশপথে অনুমতি না দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গেল ভারতীয় অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার

ভারতীয় সেনাবাহিনীর জন্য আসা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের একটি সরবরাহ আটকে দিয়েছে তুরস্ক। ভারতগামী ৩টি এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার বহনকারী এএন-১২৪ পরিবহন বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হয়েছে ফ্লাইটটি। এই খবর দিয়েছে ডেকান ক্রোনিকাল সহ একাধিক ভারতীয় গণমাধ্যম। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দেশটির নাগরিকদের।

খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর জন্য নির্ধারিত শেষ তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ বিলম্বিত হয়েছে। এই হেলিকপ্টার বহনকারী বিমানটিকে তুরস্ক আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি।

খবর অনুযায়ী, এই মাসের শুরুতে তিনটি হেলিকপ্টার বহনকারী অ্যান্টনভ পরিবহন বিমানটি জ্বালানি ভরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ব্রিটেনে অবতরণ করে। তবে, তুরস্ক আকাশপথে প্রবেশের অনুমতি না দেওয়ায় এটি আর এগোতে পারেনি। প্রায় আট দিন অপেক্ষার পর, বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যায়।

গত জুলাই মাসে বোয়িং ভারতীয় সেনাবাহিনীকে প্রথম ব্যাচের তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করে।

২০২০ সালে বোয়িং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কাছে ২২টি ই-মডেল অ্যাপাচির সরবরাহ সম্পন্ন করে এবং পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর কাছে ছয়টি এএইচ-৬৪ই সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচিগুলির সরবরাহ ২০২৪ সালে শুরু হওয়ার কথা ছিল।

আইএএফ ২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন সরকার এবং বোয়িংয়ের সাথে ২২টি অ্যাপাচি হেলিকপ্টারের জন্য বহু-বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। এছাড়াও, ২০১৭ সালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর জন্য ৪,১৬৮ কোটি রুপি ব্যয়ে অস্ত্র ব্যবস্থা সহ ছয়টি অ্যাপাচি হেলিকপ্টার সংগ্রহের অনুমোদন দেয়।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়