শিরোনাম
◈ উপদেষ্টা আসিফ মাহমুদকে জবাব দিলেন সাকিব ◈ রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখনই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময়: খলিলুর রহমান ◈ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন ◈ ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন ◈ দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত! ◈ কাপ্তাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ দা-চাপাতি উদ্ধার, ইউপিডিএফের সহিংসতার পরিকল্পনা ভেস্তে দিলো বিজিবি ◈ অমর একুশে বইমেলা স্থগিত ◈ প্রাথমিকে ছুটি কমছে, বছরে খোলা থাকবে আরও বেশি দিন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর মিছিল যেন থামছেই না, বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার

থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ জন। শনিবার তামিলনাড়ু কারুরের দূর্ঘটনায় আরও আহত হয়েছেন শতাধিক। এই ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার আশঙ্কায় চেন্নাইয়ে তার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তামিলনাড়ু সরকারও পরিস্থিতি নজরে রেখেছে। প্রশাসনের শঙ্কা, হতাহতদের পরিবারের ক্ষোভের বহিঃপ্রকাশে বিজয়ের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। তাই তার বাড়ির নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে।

এদিকে নিহতদের স্মরণ করে বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার হৃদয় বিদীর্ণ। শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয়ের সমর্থকরা সমাবেশস্থলে ভিড় জমান। অনেকে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনোই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বহু রাজনীতিক শোক জানিয়েছেন নিহতদের পরিবারের প্রতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়