শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের প্রস্তুতি, নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিল কাতার! (ভিডিও)

উপসাগরীয় অঞ্চল কাতারে ইসরাইলের হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে দোহা। মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—ইসরাইলের ওপর চরম প্রতিশোধ নেবে কাতার। এরপর থেকেই দেশটির সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালালে দোহা কতটা কার্যকর আঘাত হানতে পারবে, তা নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ।

গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) র‍্যাংকিং অনুযায়ী, সামরিক শক্তিতে কাতারের বর্তমান অবস্থান ৭২তম। দেশটির সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ৬৬ হাজারের বেশি, রিজার্ভ সৈন্য আছে প্রায় ১৫ হাজার। এছাড়া আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছে সাড়ে পাঁচ হাজার।

কাতারের সামরিক শক্তির অন্যতম ভরসা তাদের আধুনিক অস্ত্রভাণ্ডার। বহরে রয়েছে বিশ্বখ্যাত লেপার্ড-২ ট্যাংক, যার সংখ্যা ৬০টির বেশি। বিমান বাহিনীতে রয়েছে মিরাজ-২০০০ ও স্টেলথ প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান—যা একাধিক অভিযানে একইসঙ্গে ব্যবহারের ক্ষমতা রাখে। এছাড়া রয়েছে AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, অত্যাধুনিক FQA যুদ্ধবিমান (কাতারে যার নাম ‘আবাবিল’), এবং যুক্তরাজ্য থেকে কেনা ইউরোফাইটার টাইফুন।

স্থলবাহিনীর শক্তি বাড়াতে কাতার বহরে যুক্ত করেছে ৬২টি লেপার্ড-২ A7 ট্যাংক, যা বর্তমান সময়ের অন্যতম কার্যকর যুদ্ধাস্ত্র।

এছাড়া কাতারে রয়েছে বিশাল মার্কিন সেনাঘাঁটি, যেখানে অবস্থান করছে ১০ হাজারের বেশি মার্কিন সেনা ও উন্নত সামরিক সরঞ্জাম। তবে ইসরাইলের বিরুদ্ধে সেই ঘাঁটি ব্যবহার করতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্কও দেশটিকে সামরিক সহায়তা দিচ্ছে। তুরস্কের একটি সামরিক ঘাঁটি রয়েছে কাতারে, যা দুই দেশের বন্ধুত্বের নিদর্শন। তবে এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতাকে ভালো চোখে দেখছে না প্রতিবেশী সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়