শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব ◈ এবার ভারতীয় মিডিয়ার রোষানলে শেখ হাসিনা! কাঠগড়ায় মোদি (ভিডিও) ◈ এক হচ্ছে দেশের তিন দ্বীপ, নতুন ভূমি, নতুন সম্ভাবনা: স্পারসোর গবেষণা ◈ ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ ◈ ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক বাড়ানোর জবাবে মোদির হুঁশিয়ারি: চড়া মূল্য দিতেও প্রস্তুত, কিন্তু আপস নয় ◈ ট্রাম্পের ১৫,০০০ ডলারের ভিসা বন্ড কর্মসূচি কী – এবং কারা এটির প্রভাবের আওতায় পড়বেন? ◈ ধ্বংস ডেকে আনলেন নেতানিয়াহু, নিজের তৈরি ‘দানব’ এখন তার দিকেই ঘুরে দাঁড়িয়েছে! ◈ যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন! ◈ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ওপর ক্ষিপ্ত ট্রাম্প দিলেন আরও শুল্ক বাড়ানোর হুমকি

রাশিয়ার কাছ থেকে তেল কিনতে অনড় থাকায় ভারতের ওপর বেশ ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ভারতীয় পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (৪ আগস্ট) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, তারা বড় লাভের জন্য রাশিয়া থেকে কেনা তেলের বেশিরভাগ খোলা বাজারে বিক্রিও করছে। 

তিনি আরও বলেন, ইউক্রেনের কত মানুষ রুশ যুদ্ধে নিহত হচ্ছে তা তারা (ভারত) পরোয়া করে না। এই কারণে, আমি ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে প্রদত্ত শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এমন সময় তিনি এ হুমকি দিলেন যখন ৭ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হতে যাচ্ছে। তবে নতুন করে ভারতীয় পণ্যে কী পরিমাণ শুল্ক আরোপ করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। ভারতের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

এর আগে, গত ৩১ জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ওই আদেশে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। 

আদেশ অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন তিনি, যা ৭ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম আমদানিকারক দেশ ভারত। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইউরোপ-আমেরিকার বহু নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়ার পরও রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসেনি নয়াদিল্লি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়