শিরোনাম
◈ বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে আমার প্রফেশনাল সম্পর্ক রয়েছে, ইশা আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিল: মেঘনা আলম ◈ মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক ◈ ডাকসু নির্বাচন: থাকছে না বয়সের বাধা, যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা ◈ অন-অ্যারাইভাল ভিসার অপব্যবহারে বাড়ছে মানবপাচার, নতুন ফাঁদে বাংলাদেশিরা! ◈ জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো? ◈ ক্রিকেটার সোহা‌নের অ‌ভি‌যোগ, কোচ হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারতেন না ◈ আগামী বছর মা‌র্চে আর্জেন্টিনা-স্পেন মহারণ ◈ আলোচনার প্রথম দিন: ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদল মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত  ◈ জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল? ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০১:১১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মহার বাড়াতে প্রতি শিশুকে ৩৬০০ ইউয়ান দেবে চীন

চীনে তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য প্রতি বছর ৩৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪০ হাজার টাকা) করে নগদ ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জন্মহার বাড়ানোর লক্ষ্যে এই প্রথমবার জাতীয় পর্যায়ে এই ধরনের ভর্তুকি চালু করা হলো।

প্রায় এক দশক আগে বিতর্কিত এক-সন্তান নীতি বাতিল করার পরও চীনের জন্মহার অব্যাহতভাবে হ্রাস পাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন এই ভর্তুকির ফলে প্রায় ২ কোটি পরিবার শিশু প্রতিপালনে আর্থিক সহায়তা পাবে।

চীনের বিভিন্ন প্রদেশে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে জন্মহার বাড়াতে নগদ সহায়তার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি বর্তমানে একটি ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখে পড়েছে। গতকাল সোমবার ঘোষিত এই নতুন স্কিম অনুযায়ী, প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ ১০ হাজার ৮০০ ইউয়ান পর্যন্ত ভর্তুকি পাবে পরিবারগুলো। বেইজিংয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই নীতি ২০২৪ সালের শুরু থেকে কার্যকর ধরা হবে, অর্থাৎ পেছন থেকে প্রযোজ্য হবে।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে যেসব শিশু জন্মেছে, তাদের ক্ষেত্রেও আংশিক ভর্তুকির জন্য আবেদন করা যাবে। এটি চীনের জন্মহার বাড়াতে স্থানীয় সরকারগুলোর নানা উদ্যোগেরই একটি সম্প্রসারণ। গত মার্চে চীনের উত্তরের শহর হোহোট তিনটি বা তার বেশি সন্তান রয়েছে এমন দম্পতিদের প্রতিটি শিশুর জন্য ১ লাখ ইউয়ান পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয়।

বেইজিংয়ের উত্তর-পূর্বে অবস্থিত শেনইয়াং শহরে, তৃতীয় সন্তানের বয়স তিন বছরের কম হলে পরিবারগুলোকে প্রতি মাসে ৫০০ ইউয়ান করে সহায়তা দেওয়া হয়।

গত সপ্তাহে বেইজিং সরকার স্থানীয় প্রশাসনগুলোকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু করার পরিকল্পনা তৈরি করতে বলেছে। 

চীনের ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, তুলনামূলকভাবে শিশু লালনপালনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি চীন। গবেষণাটি বলছে, চীনে একটি শিশুকে ১৭ বছর পর্যন্ত বড় করতে গড়ে ৭৫ হাজার ৭০০ মার্কিন ডলার খরচ হয়। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে জন্ম হয়েছে মাত্র ৯৫ লাখ ৪০ হাজার শিশুর।

যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা বেশি, তবে সামগ্রিকভাবে চীনের জনসংখ্যা হ্রাস পেতেই থাকছে। বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটির কাছাকাছি। তবে এই বিশাল জনসংখ্যা দ্রুত বৃদ্ধ বয়সের দিকে যাচ্ছে—যা বেইজিংয়ের জন্য আরো বড় জনসংখ্যাগত উদ্বেগ তৈরি করছে। সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়