শিরোনাম
◈ ডলারের দাম কম ব্যাংকে, বাড়তি খোলা বাজারে ◈ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে দেশীয় গ্যাসফিল্ডগুলোর উৎপাদন ◈ অবশেষে পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ◈ ট্রাম্পের বাড়তি শুল্ক অর্থ উপার্জন করলেও তা বুমেরাং হবে ◈ আওয়ামীলীগ সরকারের আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল: ইসি ◈ ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস ◈ এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি ◈ বাংলাদেশ ব্যাংকের ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’: টেকসই প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান ◈ 'চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি, কিন্তু কেন'- প্রশ্ন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

নোবেল একাডেমির সাবেক এক শিক্ষিকা ও কোচ তার সাবেক একজন ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে ধরা খেয়েছেন। শুধু তাই নয়। একই সঙ্গে তার বিরুদ্ধে এক বছরের জেল দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডের কুয়াহোগা কাউন্টি কোর্ট অব কমন প্লিয়াস তাকে এই শাস্তি দিয়েছে। ওই শিক্ষিকার নাম আমান্ডা পোলজনার (৩৪)। 

২রা জুন তিনি যৌন সম্পর্ক স্থাপনের চার দফা অভিযোগ স্বীকার করে নেন। কম বয়সী একজন ছাত্রীর সঙ্গে বেআইনি যৌন সম্পর্কের অভিযোগও স্বীকার করেন। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পর্যন্ত ইউক্লিডে নোবেল একাডেমিতে শিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। সেখানে তিনি গণিতের শিক্ষিকা ছিলেন। একই সঙ্গে অ্যাথলেট কোচ এবং পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তার এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন পোলজনার। যে ছাত্রীর সঙ্গে তিনি এই সম্পর্ক স্থাপন করেছেন, তিনি এখন প্রাপ্ত বয়স্ক। ইউক্লিড এলাকার পুলিশকে তিনি বলেছেন, তার বয়স যখন মাত্র ১৪ বছর তখনই ওই শিক্ষিকা তাকে যৌন নির্যাতন করেছেন। তখন নির্যাতিত ছাত্র মাধ্যমিক স্কুলের একজন বাস্কেটবল খেলোয়াড় ছিল। তিনি বলেছেন, কমপক্ষে দুই বছরে তাকে পোলজনার বহুবার যৌন নির্যাতন করেছেন। 

তিনি আরও বলেছেন, বাস্কেটবল গেম খেলা শেষ করে স্কুল বাসে করে বাসায় ফেরার পথে বাসের পিছনে নিয়ে তাকে যৌন নির্যাতন করতেন পোলজনার। নোবেল একাডেমির লকার রুমে নিয়ে এবং পোলজনারের বাড়িতেও একই কাজ করতেন। ওই স্কুলের একজন মুখপাত্র বলেছেন, তারা স্কুলের নিরাপত্তার বিষয়ে খুবই সিরিয়াস। দাবি করেছেন, ২০১৯ সালের পর কোনো রকম অসদাচরণের মতো তথ্যপ্রমাণ নেই। অথবা অন্য কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়