শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা বললেই বাংলাদেশি? দিল্লি থেকে বীরভূমের শ্রমজীবী দম্পতি ও শিশুকে জোর করে ফেরত পাঠানোয় উত্তাল বিতর্ক

দিল্লিতে পাঁচ বছর ধরে বসবাস করছিলেন বীরভূম জেলার এক শ্রমজীবী দম্পতি ও তাদের পাঁচ বছর বয়সী শিশুপুত্র। কিন্তু তাদেরকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে আটক করে পুলিশ। পরে জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কারণ কয়েক মাস ধরে বাংলাভাষী শ্রমিকদের এভাবে অনিয়মিতভাবে ফেরত পাঠানোর ঘটনা একাধিকবার ঘটেছে। এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী অনলাইন ডেইলি টেলিগ্রাফ। 

এতে আরও বলা হয়, আলোচিত ওই দম্পতি ২৬ বছরের দানিশ শেখ ও তার ২৪ বছর বয়সী স্ত্রী সোনালী খাতুন। তাদের আছে পাঁচ বছর বয়সী ছেলে সাবির। তাদেরকে ১৮ই জুন দিল্লির রোহিণী এলাকার ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সোনালীর চাচাতো বোন রোশনি বিবি নিজেও দিল্লিতে থাকেন। তিনি জানান, আমরা দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করি। বীরভূমে তাদের স্থায়ী ঠিকানার পরিচয়পত্রও জমা দিই।

পুলিশ আশ্বস্ত করেছিল তারা শীগগিরই মুক্তি পাবে। কিন্তু এক সপ্তাহ পর আবার যোগাযোগ করলে পুলিশ জানায়, তাদের ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। আমাদের হুমকিও দেয়া হয়, যেন আমরা আর কোনও ব্যবস্থা না নিই। রোশনি জানান, কয়েক দিন আগে সোনালী অপরিচিত একজনের ফোন থেকে কল করে বলেন, আমরা এখন ঢাকার পাশে আছি। এক দয়ালু স্থানীয় বাসিন্দার সাহায্যে কোনওরকমে বেঁচে আছি। রোশনি আরও দাবি করেন, তাদের গ্রামের আরও তিনজনকে একই সময়ে আটক করা হয়েছিল। তাদেরও একইভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। 

এর আগেও উত্তর ২৪ পরগনার বাদগাঁয়ের এক দম্পতিসহ সাতজন শ্রমিককে মহারাষ্ট্র পুলিশ আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছিল। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়। এসব ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও রাজ্য অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের সভাপতি সামিরুল ইসলাম।

তিনি বলেন, শুধু বাংলায় কথা বলেন বলেই কেউ বাংলাদেশি, এমন ধারণা সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার যদি বাংলা বলা গরিব মানুষদের এভাবে নির্যাতন করে, তাহলে তা নিঃসন্দেহে পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা বিষয়টি আদালতে নিয়ে যাচ্ছি। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, এই অগণতান্ত্রিক ও বিভাজনমূলক নীতি রোধে সকল শিক্ষিত মানুষের একত্রিত হয়ে প্রতিবাদ করা উচিত।

এই ঘটনার প্রসঙ্গে গত মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বানিয়ে, পরিবারছাড়া করে দেওয়া হচ্ছে। এটা বিজেপি শাসিত রাজ্যগুলোর অসভ্য ও দমনমূলক আচরণ। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। অনুবাদ: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়