মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করলো ইরান-তাদের সামরিক গোপন তথ্য হাতিয়ে ইজরায়েলের নিখুঁত হামলার পথ খুলে দিয়েছে ভারতীয় সফটওয়্যার! রাষ্ট্র নিয়ন্ত্রিত ইরানি সংবাদমাধ্যম ‘কেহান’-এর দাবি, এই সফটওয়্যারকে হাতিয়ার করেই ইরানের অভ্যন্তরে একাধিক স্ট্রাইক পরিচালনা করেছে মোসাদ।
সফটওয়্যারে ‘ব্যাকডোর’ থাকার অভিযোগ তুলে বলা হয়েছে, এসব ভারতীয় সফটওয়্যারের ভেতর দিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সহজেই ঢুকে পড়ে।
শুধু ইরানই নয়, সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক ইসলামি রাষ্ট্র দীর্ঘদিন ধরেই এসব সফটওয়্যার ব্যবহার করছে। এখন সেই ব্যবহারের ফলেই তাদের সংবেদনশীল তথ্যও ইসরায়েলের হাতে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ইরান দাবি করেছে, চীন ও রাশিয়ার সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় চালানো তদন্তে এসব সফটওয়্যারের কোড বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতীয় সফটওয়্যারের ভেতর এমন ‘ব্যাকডোর কোড’ সংযুক্ত যা ইসরায়েলি গোয়েন্দাদের অবাধ প্রবেশাধিকার দেয়। এই সফটওয়্যারের মাধ্যমেই মোসাদ ইরানের সামরিক, বেসামরিক এমনকি রিয়েল টাইম লোকেশনসহ নানা গোপন তথ্য নিয়ন্ত্রণ করেছে বলেও অভিযোগ রয়েছে।
এমন খবর সামনে আসার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের মতো গুরুত্বপূর্ণ ইসলামি দেশগুলো চরম উদ্বেগে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এসব রাষ্ট্র ইতিমধ্যে ভারতীয় সফটওয়্যার পর্যালোচনা শুরু করেছে এবং অনেকে এগুলো বর্জনের সিদ্ধান্তের দিকেও এগোচ্ছে।
এদিকে ভারত শুরু থেকেই ইরান-ইসরায়েল যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে থাকলেও, এমন গুরুতর অভিযোগের বিষয়ে এখনো মুখ খোলেনি মোদি সরকার। তবে ইসলামি বিশ্বে ভারতীয় সফটওয়্যার ঘিরে তৈরি হওয়া শঙ্কা আগামী দিনে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।
তাদের মতে, ‘সাইবার নিরাপত্তার যুগে সফটওয়্যার হচ্ছে আধুনিক যুদ্ধের নীরব অস্ত্র। সেখানে যদি বিশ্বাসযোগ্যতা হারায় ভারতীয় প্রযুক্তি, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক বাজারেই তা বড় ধাক্কা হতে পারে।’