শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট ◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পণ্য সরবরাহ ভুটানের ট্রাকে, ভারতীয় ট্রাক মালিক-চালকদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ভারতীয় ট্রাক মালিক ও চালকেরা।

সোমবার (১৬ জুন) জেলার ফুলবাড়ী সীমান্তে বিক্ষোভের পাশাপাশি অবস্থান কর্মসূচিও করতে দেখা যায় তাদের। এক পর্যায়ে পুলিশ মোতায়েন করা হয়।

এতে আটকে পড়ে বাংলাদেশগামী ভুটানের প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক। বিক্ষোভকারীদের অভিযোগ, ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যায় ভুটানের ট্রাক, যেখানে ভারতীয় ট্রাক এই সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

এ ব্যাপারে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিলিগুড়ি পৌর মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের বিষয়টি জানান।

পরে জাতীয় শ্রমিক ইউনিয়নের স্থানীয় কমিটির সভাপতি সুকান্ত কর বলেন, মেয়র তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন শিগগিরই বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন।

তবে, ভুটানের ট্রাক চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকরা সৃষ্টি না করতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান তিনি। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়