শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে কী বললেন জসওয়াল?

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, আবারও এমন প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করেন, বাংলাদেশ দাবি করছে দেশটি শেখ হাসিনাকে ফেরত চায়। এ জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পত্র পাঠানো হয়েছে। কিন্তু ভারত এ বিষয়ে বাংলাদেশকে কোনো উত্তর দিচ্ছে না।

এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা প্রসঙ্গ এড়িয়ে গিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। আমরা বাংলাদেশের সঙ্গে আরও সুদৃঢ় ও ইতিবাচক সম্পর্ক চাই; যা দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

ব্রিফিংয়ে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়