শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

মিয়ানমারের ঐতিহাসিক সাগাইং মসজিদ সিলগালা

ইরাবতি নিউজ: মিয়ানমারের ঐতিহাসিক সাগাইং মসজিদের ট্রাস্টি ও স্থানীয় পুলিশের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। ইরাবতির এক প্রতিবেদনে বলা হচ্ছে, মালিকানা বিরোধে মিয়ানমার পুলিশ ঐতিহাসিক সাগাইং মসজিদটি দখল করেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মতে, সাগাইং শহরের কেন্দ্রীয় পুলিশ স্টেশনের প্রাঙ্গণে অবস্থিত ওই মসজিদটি সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। এরপর মসজিদটি সামরিক শাসন সিলগালা করে দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন মুসলিম বলেন, “গত চার-পাঁচ বছর ধরে পুলিশ আমাদের বারবার মসজিদটি ছেড়ে যেতে বলছে, মসজিদটি থানা প্রাঙ্গণে অবস্থিত। মসজিদটি বন্ধ না করার জন্যে স্থানীয় মুসলিমরা দেশটির স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছে।”

মসজিদের ট্রাস্টি বোর্ডের মতে, ১৯০২ সালে ঔপনিবেশিক শাসনামলে গাত্তান মসজিদটি বার্মা মিলিটারি পুলিশ ফোর্সের একজন মেজর কমিশন করেন। তিনি এখন যেখানে থানা এবং মসজিদ অবস্থিত সেই পুরো জমিটি কিনেছিলেন। মাত্র এক দশক পরে তিনি এর কিছু অংশ পুলিশ স্টেশনের জন্য দান করেন। কিন্তু পরে পুলিশ পুরো জমির মালিকানার জন্য আবেদন করে, মসজিদটিকে জমিদারি হিসেবে চিহ্নিত করে। 

২৮শে মার্চের ভূমিকম্পে মসজিদটির কিছু ক্ষতি হয় এবং পুলিশ মসজিদের ট্রাস্টি বোর্ডকে বাধ্য করে একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে যে এটি অপসারণ করা হবে।

স্থানীয় এক মুসলিম ইরাবতিকে বলেন, “ট্রাস্টিরা ভয়ে স্বাক্ষর করেছেন। আমরা কয়েকদিন আগে উচ্ছেদের নোটিশ পেয়েছি, এবং সময়সীমা শেষ হয়ে গেলে তারা মসজিদটি সিলগালা করে দিয়েছে।” 

মুসলিম সম্প্রদায় এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন জমা দিতে চায় কারণ তাদের কাছে তাদের ওই জমির মালিকানার শক্তিশালী প্রমাণ রয়েছে। যদি তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়, তাহলে তারা কর্তৃপক্ষকে অন্য কোথাও একটি নতুন মসজিদ নির্মাণের জন্য অনুরোধ করার পরিকল্পনা করছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখনও পর্যন্ত মান্দালয়, সাগাইং এবং নেপিদোতে ভূমিকম্পে ধ্বংস হওয়া ১৩০টিরও বেশি মসজিদের মধ্যে কেবল একটিকে পুনরুদ্ধারের অনুমতি দিয়েছে। অন্যগুলি পুনরায় নির্মাণ বা মেরামতের আবেদন এখনও ঝুলে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়