শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

পাকিস্তানে আগামী ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে জ্বিলহজ্ব মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ ওই দিন সূর্যাস্তের সময় চাঁদটি মাত্র ১১ ঘণ্টা পুরোনো থাকবে। 

জ্যোতির্বিদ ড. ফাহিম হাশমি জানিয়েছেন, তবে পরদিন (২৮ মে) চাঁদটি প্রায় ৩৫ ঘণ্টা পুরোনো হবে, ফলে ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ২৮ মে জ্বিলহজ্ব মাস শুরু হতে পারে এবং সেই হিসাবে ঈদুল আজহা হবে জ্বিলহজ্বের ১০ তারিখ বা ৭ জুন, শনিবার। খবর জিও নিউজের।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা ৬ জুন (শুক্রবার) পালিত হতে পারে বলে ইমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে, যার ফলে ওই দিনই চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

ঈদুল আজহা বা কুরবানির ঈদ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা হজের দশম দিন উদযাপিত হয়। এটি হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়। ঈদ উপলক্ষে মুসলিমরা পশু কুরবানি দেন এবং সেই মাংস আত্মীয়, বন্ধু ও দরিদ্রদের মধ্যে ভাগ করে দেন। এছাড়াও, ঈদের নামাজ, পরিবার-পরিজনের সঙ্গে মিলনমেলা ও দান-খয়রাত ঈদুল আজহার মূল অনুষঙ্গ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়