শিরোনাম

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর ইস্যুকেই আঞ্চলিক অস্থিরতার মূল কারণ বলল নিরাপত্তা পরিষদ

পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে 'আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি' এবং 'ভারতের উসকানিমূলক কর্মকাণ্ড' নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, নিরাপত্তা পরিষদের সদস্যরা উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী—ভারত ও পাকিস্তানের—মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন। একাধিক সদস্য দেশ 'সামরিক সংঘাত পরিহার' এবং 'কূটনৈতিক পথে সমস্যা সমাধানের' আহ্বান জানান।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার পরিষদকে ২৩ এপ্রিল ভারতের 'একতরফা কার্যক্রম' সম্পর্কে অবহিত করেন বলে মুখপাত্র জানান। 

তিনি আরও বলেন, 'অনেক সদস্যই কাশ্মীর সংকটকে আঞ্চলিক অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।' মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে 'জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে।' খবর জিও নিউজের। 

নিরাপত্তা পরিষদের সদস্যরা 'সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত' করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এ অবস্থায় টানা ১২ দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দু’দেশের সশস্ত্র বাহিনী। এর আগে, টানা গুলিবর্ষণ চললেও সোমবার দু’দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল। উৎস: চ্যানেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়