ভারতের কান্দলা বন্দর অভিমুখে যাত্রা করা পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) একটি কার্গো জাহাজ সিঙ্গাপুরের দিকে মোড় নিয়েছে। উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পিএনএসসি। জাহাজটি শনিবার (৩ মে) মালয়েশিয়ার বিন্টুলু বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতের উদ্দেশে। জাহাজটিতে ভারতের জন্য নির্ধারিত কাঠের একটি চালান রয়েছে।
সম্ভবত এক থেকে দুই দিনের মধ্যেই কার্গোটি আনলোড করা হবে। পিএনএসসি-র শিপিং স্ট্যাটাস রিপোর্টেও সিঙ্গাপুরকে চালানটি খালাসের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর জিও নিউজের।
জাহাজ পরিচালনা সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, কার্গোটি বিকল্প নিকটবর্তী বন্দর যেমন কলম্বো বা সোহারে খালাস করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এ অবস্থায় টানা ১২ দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দু’দেশের সশস্ত্র বাহিনী। এর আগে, টানা গুলিবর্ষণ চললেও সোমবার দু’দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল।