শিরোনাম
◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে আজ রা‌তে বা‌র্সেলো ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন: প্রেস সচিব ◈ ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০৯:৩২ সকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি শর্ত না মানলে গবেষণায় বরাদ্দ পাবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

শিক্ষা ক্ষেত্রে সরকারি নীতি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ফের হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন। সরকারের দেওয়া শর্তাবলি পূরণ না-হলে বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে কোনও বরাদ্দ দেওয়া হবে না। এ কথা জানিয়ে হার্ভার্ডে চিঠি পাঠিয়েছে ট্রাম্পের শিক্ষা দফতর।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন প্রশাসনের সংঘাতে নতুন মাত্রা যুক্ত হল। সোমবার (স্থানীয় সময় অনুসারে) হার্ভার্ড কর্তৃপক্ষকে নতুন একটি চিঠি পাঠিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাতে বলা হয়েছে, সরকারের দেওয়া শর্তাবলি না-মানলে বিশ্ববিদ্যালয়কে গবেষণার জন্য সকল সরকারি সহায়তা বন্ধ করে দেওয়া হবে।

মার্কিন শিক্ষা দফতর থেকে ওই চিঠিটি পাঠানো হয়েছে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বারকে। সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট কিছু শর্তাবলি পূরণ না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। যদিও পড়ুয়াদের শিক্ষা এবং বেতন বাবদ সরকারি সহায়তার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানিয়েছে ট্রাম্পের শিক্ষা দফতর।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমেরিকার অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ডের এই সংঘাতের গোড়ায় রয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। বর্তমানে পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্যতম ‘বন্ধু রাষ্ট্র’ ইজ়রায়েল। সম্প্রতি ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। একই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছেন না বলেও অভিযোগ। 

বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু সরকারের দেওয়া শর্তাবলি মানতে রাজি হচ্ছে না হার্ভার্ড।

সোমবার হার্ভার্ডকে লেখা এক চিঠিতে, মার্কিন শিক্ষা বিভাগের সচিব লিন্ডা ম্যাকমাহন বলেছেন যে অভিজাত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে "বিদ্রূপ" করেছে এবং "যেহেতু কোনও অনুদান প্রদান করা হবে না", তাদের আর ফেডারেল অনুদান চাওয়া উচিত নয়। এর আগে বিশ্ববিদ্যালয়টির প্রায় ২.৩ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়