শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর সংকট নিয়ে চীন ও পাকিস্তানের মধ্যে ফোনালাপ, কি কথা হলো?

কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের মধ্যে রবিবার (২৭ এপ্রিল) টেলিফোনে আলোচনা হয়েছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।  

ওয়াং ই-কে কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে অবহিত করেন ইসহাক দার। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন যেকোনও পদক্ষেপের তারা বিরোধী। পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। তারা চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।

জবাবে ওয়াং ই বলেন,বেইজিং এই ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সমগ্র বিশ্বের দায়িত্ব এবং সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের প্রচেষ্টায় চীনের সমর্থন রয়েছে।

ওয়াং ই আরও বলেছেন, সত্যিকারের মিত্র এবং সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে, পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলো সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারে বেইজিং। তাই সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন রয়েছে।

কাশ্মীর হামলার ঘটনায় তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্তের পক্ষে মত দেন এবং বিশ্বাস করেন যে, এই সংঘাত ভারত বা পাকিস্তান কারোরই মৌলিক স্বার্থে কাজ করে না, এমনকি এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, উভয় পক্ষই সংযত থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একসঙ্গে কাজ করবে। অনুবাদ: বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়