শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী?

এল আর বাদল: ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে আটারি সীমান্ত বন্ধ করা, কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে আনা, ভিসা নিষেধাজ্ঞা, পাশাপাশি ছয় দশকের পুরনো সিন্ধু পানি চুক্তির বাস্তবায়ন স্থগিত করা।

পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি তাদের আকাশসীমা এবং ওয়াঘা সীমান্ত বন্ধের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে, যা ভারতের সাথে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার ইঙ্গিত দেয়।

ভারতের মতো পাকিস্তানও প্রতিরক্ষা উপদেষ্টা ও তাদের সহকারীদের দেশ ছাড়তে বলেছে এবং কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমাতে বলেছে। -- সূত্র, বি‌বি‌সি বাংলা

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের বিবৃতিতে বলা হয়েছে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রত্যাখ্যান করা হলো।

বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের অংশের পানির প্রবাহ থামানো বা দিক পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচিত হবে।

পাকিস্তান ভারতের সঙ্গে সিমলা চুক্তিসহ সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার অধিকার প্রয়োগ করতে পারে।

এর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, পাকিস্তান ও ভারতের মধ্যে সিমলা চুক্তি সহ মোট কতটি দ্বিপাক্ষিক চুক্তি আছে এবং সেগুলোর প্রকৃতি বা ধরন কী?

-- পাকিস্তান ও ভারতের মধ্যে কয়টি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে?--

পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট অনুসারে, পাকিস্তান ও ভারতের মধ্যে মোট ৪০টি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে।

এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য, ভিসা প্রদান, পারমাণবিক অস্ত্রের তালিকা বিনিময়, সীমান্ত নিরাপত্তা, পারমাণবিক পরীক্ষার ব্যাপারে আগাম সতর্কতা থেকে শুরু করে সিন্ধু পানি চুক্তি, সিমলা ও তাসখন্দ চুক্তি এবং পানি বণ্টন সম্পর্কিত লাহোর ঘোষণাপত্র।

এই ৪০টি দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো:

  • কাস্টমস অর্থাৎ শুল্ক সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা চুক্তি।
  • - পারমাণবিক অস্ত্রের দুর্ঘটনা প্রতিরোধ চুক্তি।
  • - ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম জানানো সংক্রান্ত চুক্তি।
  • - দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে লাহোর ঘোষণাপত্র।
  • - উভয় দেশের আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধ এবং সামরিক বিমান অবতরণ ও উড্ডয়ন সংক্রান্ত চুক্তি।
  • - সামরিক অনুশীলন এবং সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে আগাম তথ্য বিনিময় চুক্তি।
  • - পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধকরণ চুক্তি।
  • - সাংস্কৃতিক সহযোগিতা ও প্রচার সংক্রান্ত চুক্তি।
  • - বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং শিল্প খাতে সাধারণ স্বার্থের জন্য যৌথ কমিশন প্রতিষ্ঠার চুক্তি।
  • - চেনাব নদীর ওপর সালাল জলবিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত চুক্তি।
  • - টেলিযোগাযোগ সংক্রান্ত চুক্তি।
  • - বিমান পরিষেবা সংক্রান্ত চুক্তি।
  • - রেলওয়ে যোগাযোগ সংক্রান্ত চুক্তি।
  • - পারস্পরিক বাণিজ্যের বিভিন্ন সময়কালে সম্পাদিত চুক্তি।
  • - পাকিস্তান ও ভারতের সাথে বাণিজ্য সংক্রান্ত চুক্তি।
  • - ভিসা প্রাপ্তির চুক্তি।
  • - ১৯৭১ সালের যুদ্ধের আগে ভারত ও পাকিস্তানের মধ্যে মুক্তি এবং প্রত্যাবাসনের চুক্তি, যেকোনো দেশে আটক ব্যক্তিদের তালিকা।
  • - দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সিমলা চুক্তি।
  • - ভারত ও পাকিস্তানের মধ্যে সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি।
  • - তাসখন্দ চুক্তি।
  • - সিন্ধু জল চুক্তি।
  • - সীমিত অর্থ প্রদান বা তহবিল স্থানান্তরের বিষয়ে চুক্তি।
  • - সিন্ধু জল ব্যবস্থায় বিভিন্ন সময়ে অ্যাডহক ভিত্তিতে জল বণ্টনের বিষয়ে চুক্তি।
  • - আর্থিক বিষয়ে চুক্তি।
  • - ভারত ও পাকিস্তানের মধ্যে রেলপথ পুনর্বাসন চুক্তি।
  • - সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য নেহরু-লিয়াকত বা দিল্লি চুক্তি।
  • - ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাংকিং সম্পর্কিত চুক্তি।
  • - বিমান পরিষেবা সম্পর্কিত চুক্তি।
  • - ভারত ও পাকিস্তানের মধ্যে আয়ের উপর দ্বৈত কর পরিহারের বিষয়ে চুক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়