শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি (ভিডিও)

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জুম্ম ও কাশ্মিরে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দু’পক্ষের মধ্যে এ গুলিবিনিময় হয়।

ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জুম্ম ও কাশ্মিরে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দু’পক্ষের মধ্যে এ গুলিবিনিময় হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র বলছে, ‘গত রাতে পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্রের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের কার্যকরভাবে জবাব দেয়া হয়েছে।’

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে মঙ্গলবার পর্যটকদের ওপর ‘সন্ত্রাসী’ হামলায় ২৬ জন নিহত হওয়ার ফলে দুই প্রতিবেশীর মধ্যে নতুন সঙ্কট হয়েছে। ভারত পাকিস্তানের সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ছয় দশকেরও বেশি পুরনো সিন্ধু পানিচুক্তি স্থগিত এবং আটারি স্থল-পরিবহন পোস্ট অবিলম্বে বন্ধ করে দেয়ার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। বাতিল করা হয়েছে ভিসা, ইতোমধ্যেই ভারতে রয়েছেন যে পাকিস্তানের নাগরিকরা তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বৃহস্পতিবার সব ভারতীয় মালিকানাধীন বা ভারত-পরিচালিত বিমান সংস্থার জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভারতের সাথে সমস্ত বাণিজ্য স্থগিত করে। তৃতীয় যেকোনো দেশ থেকে ভারতে আসা এবং বা পাকিস্তান হয়ে ভারতে যাওয়া বিমানের জন্যও এই ব্যবস্থা কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়